"মরিতে চাহি না আমি"নিষ্ঠুর সড়কে,
"বাঁচিবারে চাই"
এই "নন্দিত নরকে"।
সড়ক তো নয় সব
বধ্যভূমি যেন,
মরে যাব ক্ষোভ নেই
কিন্তু এভাবে কেন?
আমার ছিন্ন দেহ
করবে রে জড়ো কে,
দেবেই বা গোর কে
কাফনের মোড়কে?
বিভাজক থাকা চাই
প্রতি মহাসড়কে,
তা না হলে সারা দেশ
ছেয়ে যাবে মড়কে।
অদক্ষ চালকেরা যতই
চালাবে গাড়ি,
স্বজন হারানোর এই
চলবেই আহাজারি।
যাকে তাকে যে বসায়
চালকের আসনে
তাড়াতাড়ি তারে দাও
বনে নির্বাসনে।