সরকারি খাঁচা
দু:খ কাহারে বলি,
কথা ছিল যার,
করিবে বিচার,
চালায়েছে সে-ই গুলি!
কী করে সে ব্যাথা ভুলি?
ডাকো যারে জাতি-পিতা,
তাহারি কন্যা,
খুনের বন্যা
বহায়েছে, দেখ নি তা?
কাঁদে ছেলেহারা মা অগনিতা।
চাহিতে গিয়াছি সমতা,
না দিলে না দিবি,
গলায় পা দিবি?
আছে দেখে তোর ক্ষমতা!
এ কেমন নির্মমতা!
কুকুরের পাল পুষে,
দেখাইয়া ভয়
আনবি কী জয়
জনগণ-খুন চুষে?
নাই কি রে তোরা হুঁশে?
এতো তোর গদি প্রীতি?
পাবি কি ভক্ত
ঝরায়ে রক্ত,
দেখাইয়া ভয় ভীতি?
এ কেমন রাজনীতি?
ধ্বসে যাক স্বৈরাচার,
আজ পতনের পালা।
ভেঙ্গে দিব তালা
সরকারি এই খাঁচার।
আশা স্বাধীনভাবে বাঁচার।
তারিক মোঃ নাসিম
৩১ জুলাই, ২০২৪
published on this Facebook post.