বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সরকারি খাঁচা

সরকারি খাঁচা


দু:খ কাহারে বলি,
কথা ছিল যার,
করিবে বিচার,
চালায়েছে সে-ই গুলি!
কী করে সে ব্যাথা ভুলি?

ডাকো যারে জাতি-পিতা,
তাহারি কন্যা,
খুনের বন্যা
বহায়েছে, দেখ নি তা?
কাঁদে ছেলেহারা মা অগনিতা।

চাহিতে গিয়াছি সমতা,
না দিলে না দিবি,
গলায় পা দিবি?
আছে দেখে তোর ক্ষমতা!
এ কেমন নির্মমতা!

কুকুরের পাল পুষে,
দেখাইয়া ভয়
আনবি কী জয়
জনগণ-খুন চুষে?
নাই কি রে তোরা হুঁশে?

এতো তোর গদি প্রীতি?
পাবি কি ভক্ত
ঝরায়ে রক্ত,
দেখাইয়া ভয় ভীতি?
এ কেমন রাজনীতি?

ধ্বসে যাক স্বৈরাচার,
আজ পতনের পালা।
ভেঙ্গে দিব তালা
সরকারি এই খাঁচার।
আশা স্বাধীনভাবে বাঁচার।


তারিক মোঃ নাসিম
৩১ জুলাই, ২০২৪

published on this Facebook post.

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

শেখের তরী

শেখের তরী

সড়কে গরজে "শেল", ঘন ধোঁয়াশা।
পথ পানে চেয়ে আছি, বুকে হতাশা।
সারি সারি ট্রাকে ভরা
“গান” হাতে এলো তারা,
রাজপথে খুনধারা
বহে সহসা;
কাঁদিতে কাঁদিতে জাতি হারায় ভাষা।

অজস্র কচি মুখ থামিয়ে খেলা,
ন্যায়ের দাবিতে নেমেছিল সে বেলা,
নিমেষেই দেখি চেয়ে
সরকারী গুলি খেয়ে
দেহগুলো খুনে ছেয়ে
লাশের মেলা।
পুত্র হারায়ে মা-টি কাঁদে একেলা।

“গান” নিয়ে, ছুড়ি হাতে যে আসে তেড়ে!
মুখোশের আড়ালেতে চিনি উহারে।
মেরে-কেটে চলে যায়,
জনগণ নিরুপায়,
দেশ লুটে পুটে খায়
সে জানোয়ারে,
জানি গো পাঠালো কোন্‌ "বুড়ি" তাহারে।

হায়া নাই, লাজ নাই! হীন সে বুড়ি!
আমারি ভাইয়ের খুনে রাঙালো চুড়ি!
নিকৃষ্ট সে হৃদয়,
সততার অভিনয়,
মিছা মাতে, কথা কয় -
গাঞ্জাখুড়ি।
দেশবাসী জানে তার ছলচাতুরী।

যতো চায় লুটে খায় অর্থ কড়ি,
উজার করিল দেশ, "নৌকা" ভরি'।
"চেতনা"র ধোঁয়া তুলে,
আদর্শ, নীতি ভুলে,
অহম-দম্ভে ফুলে
ঘুরায়ে ছড়ি,
লুটে পুটে লয়ে যায় শেখের তরী।

বেচে দিতে চাও দেশ কোন্ বিদেশে!
কী খেলা খেলিছ তুমি সর্বনেশে! 
হে দিক-ভ্রান্ত “নাও”
এবার ক্ষ্যান্ত দাও।
আর কত দিতে চাও
পরের দেশে
মায়ের রক্ত শুষে, জালিম বেশে?

---
তারিক মোঃ নাসিম
২৪ জুলাই, ২০২৪


published here on Facebook.

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

নৌকাডুবি

নৌকাডুবি

 
“নাও” পুড়াইয়া দে,
BAL উড়াইয়া দে,
দপদপাইয়া জ্বলুক রে “নাও”
পদ ছাড়িয়া দিয়া রে আজ পথ ছাড়িয়া দিয়া।

বাংগালি দামালি ছাওয়ে নাওয়ের বাদাম ফাঁড়ে,
আরে নাওয়ের বাদাম ফাঁড়ে,
উথালি পাথালি খুন ছলাৎ ছলাৎ করে,
বুকে ছলাৎ ছলাৎ করে।
আরে খলখলাইয়া হাইসা উঠে
“নৌকা”র হালত চাইয়া, হাসে “নৌকা”র হালত চাইয়া।

---

পুনশ্চঃ “দল-শিবিরের” লোকজন আবার আমার প্রেমে হাবুডুবু খাইয়েন না। আপনাদের উদ্দেশ্যে -

“ইশারায় (ধানের) শীষ দিয়ে আমাকে ডেকো না,
মদূদীর চোখ দিয়ে আমাকে দেখো না।”

আমাদের দরকার টোটাল রিফর্ম, গুয়ের এই পিঠ ওই পিঠ কোনোটার গন্ধই আমরা নিতে চাই না।

published on this Facebook post.

চাটনশীল

চাটনশীল


শোনো! তোমাদেরই বাড়াবাড়ি,
মোরা আগ্রাসী না।
রাম-দা, বুলেট, শেল,
মোটে প্রাণনাশী না।
আর, পথে পথে ফেলা?
সেতো মানুষের লাশই না!
মানুষ হলেই বা কি?
সে-তো "চেতনা"র দাসই না!
আজি এ ক্রান্তিকালে
আমি উন্নাসী না।
তবে, ঝামেলা হয়েছে যেটা-
হৃদয়েতে হাসিনা,
তাই ঝেড়ে কাশি না,
ইনিয়ে বিনিয়ে বলি
নিয়ে কোনো পাশই না।
দায়সারা বুলি ছাড়ি,
সত্য প্রকাশি না।
আ.লীগে সপেছি দিল,
দেশ ভালো বাসি না।


তারিক মো: নাসিম
১৯ জুলাই, ২০২৪

published on this Facebook post.