একা থাকার ব্যাথায়,
হৃদয় চুপসে যায়,
রাত-দিন খোঁজে মন
জানি না কারে যে হায়।
স্বর্ণালী এ সময়
হয়ে যায় অপচয়,
একাকীত্বের জ্বালা
আর বল কত সয়?
শত বিনিদ্র রাত
নিঃসঙ্গ সাঁঝ, প্রাত,
ঝিমিয়ে পড়া দুপুর,
বর্ষায় বারিপাত,
চাঁদের অযথা ওঠা,
অহেতুক ফুল ফোঁটা,
আমারে ব্যাঙ্গ করে
নদীর সাগরে ছোটা,
তারাদের নিভে জ্বলা,
পাখিদের উড়ে চলা,
মেঘে আঁকা সূর্যের
আলোর শিল্পকলা,
প্রকৃতির প্রতিক্ষণ
এতো সব আয়োজন,
তারপরও কী অভাবে
হাহাকার করে মন?
ঘন ঘোর বর্ষায়,
শীতে রাতে কুয়াশায়
পথে পথে ঘোরে মন
অলীক সুখের আশায়।
শুষ্ক তৃষিত মন
চায় শুধু প্রতিক্ষণ
কারও প্রেমে রাঙ্গাতে
বিবর্ণ এ জীবন।
বিষন্ন এই মনে
আকাংক্ষা কারও সনে
জড়িয়ে আনবো সুখ
নিঃসঙ্গ এ জীবনে।
আমি কোন যন্ত্র না,
পাথর এই মন তো না,
একাকীত্বের এই
সয়ে যাব যন্ত্রণা।
দুঃসহ এ সময়
কেন এত ধীরে বয়?
জীবন কি হবে কভূ
কিঞ্চিত প্রেমময়?
কাকতালীয় কিনা জানি না, একাকীত্বের "জ্বালা" থেকে মুক্তি পাওয়ার প্রার্থনারূপী এই ছড়া লিখে ফেসবুকে প্রকাশ করার মাসখানেকের মধ্যেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই।