-মরনানন্দ দে
অধুমপায়ীরে ডাকি করিয়া বড়াই,
ধুমপায়ী কহে, "আমি তোরে কি ডরাই?"
তুই ব্যাটা কি বুঝিস্ জীবনের মানে,
আমি জানি কি যে সুখ প্রতি সুখ-টানে।"
একবুক ধোঁয়া টানি কহে ফের হাসি,
"আমি না জীবনটাকে বড় ভালবাসি।"
অধুমপায়ী বেচারা দিয়া মৃদু সায়,
নাসিকা চাপিয়া কহে,"সন্দেহ কি তায়!
বড় ভাল অভ্যাস, একদম খাসা,
যদিও ফলাফল মহা সর্বনাশা।
দয়া করে মরো গিয়ে নির্জন স্থানে,
আমারে করোনা সাথী এই বিষপানে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন