তাদের কাজের কোন
জবাবদিহিতা নাই,
সব কাজে তাদের এত
স্বেচ্ছাচারিতা তাই।
তাদের ঝুলিতে ভরা
আছে আশ্বাস্ শত,
'দেখছি', 'দেখব', 'হবে'-
এই ধোঁকা শাশ্বত।
যেখানে যান না কেন
গ্রাম কিংবা শহর,
আগে-পিছে থাকবেই
বিরাট গাড়ি-বহর।
রাজনীতি-দূর্নীতি
একই কথা 'মীন' করে,
গরীবের রক্তে তারা
জীবন রঙ্গীন করে।
দুর্নীতিবাজ সব
তাদেরই ভক্ত, পোষা,
মানুষ নামের তারা
ঘৃণ্য রক্তচোষা।
দলীয়করণ আর
স্বজনপ্রীতির ধারায়
সাধারণ মানুষের
দুঃখ সীমা ছাড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন