বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সরকারি খাঁচা

সরকারি খাঁচা


দু:খ কাহারে বলি,
কথা ছিল যার,
করিবে বিচার,
চালায়েছে সে-ই গুলি!
কী করে সে ব্যাথা ভুলি?

ডাকো যারে জাতি-পিতা,
তাহারি কন্যা,
খুনের বন্যা
বহায়েছে, দেখ নি তা?
কাঁদে ছেলেহারা মা অগনিতা।

চাহিতে গিয়াছি সমতা,
না দিলে না দিবি,
গলায় পা দিবি?
আছে দেখে তোর ক্ষমতা!
এ কেমন নির্মমতা!

কুকুরের পাল পুষে,
দেখাইয়া ভয়
আনবি কী জয়
জনগণ-খুন চুষে?
নাই কি রে তোরা হুঁশে?

এতো তোর গদি প্রীতি?
পাবি কি ভক্ত
ঝরায়ে রক্ত,
দেখাইয়া ভয় ভীতি?
এ কেমন রাজনীতি?

ধ্বসে যাক স্বৈরাচার,
আজ পতনের পালা।
ভেঙ্গে দিব তালা
সরকারি এই খাঁচার।
আশা স্বাধীনভাবে বাঁচার।


তারিক মোঃ নাসিম
৩১ জুলাই, ২০২৪

published on this Facebook post.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন