বুধবার, ৩০ মে, ২০১৮

'ত্রিশার্ত' পল্লব

কেবল তো শুরু গুরু, হল মোটে 'থার্টি’,
পাড়ি দিতে হবে আরও বছর হাজারটি।
মেধা ও মননে রবে চিরদিন 'স্মার্ট’-ই,
নাহয় পরলে সদা ঢোলাঢালা 'শার্ট’-ই।

গৃহ জুড়ে আসে যেন শিশু দুই চারটি,
পোলাপান পায় যেন তোমার এ আচার-টি;
যদিও না পায় তারা বিশাল এ আকার-টি,
বুকে যেন থাকে এই প্রশস্ত 'হার্ট’-ই।

                                                                                       (জনৈক 'ডার্টি’)



মাসুদুল হাসান কুরাইশী'র ৩০ তম জন্মদিনে লেখা উইশ-কাব্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন