বুধবার, ১ জুন, ২০১১

পাওনাদারের আর্তনাদ

--ঋণক্ষান্ত দে

চারটি হাজার টাকা গুনে-গুনে,
দিয়েছিনু, ওহে, আছে কি স্মরণে?
চাইতে পারিনি লাজের কারণে,
তাই বলে তা-কি পাব-না জীবনে?
আমার তো ভাই, পড়ে না-রে মনে,
কভূ শত্রুতা ছিলো তব সনে।
আমার মতো এ চিরদুঃখী জনে,
ধোঁকা দিবে তুমি? এই ছিলো মনে!
টাকা না থাকাটা প্রতি ক্ষণে ক্ষণে,
দিতেছে যাতনা ঘুমে জাগরণে,
কী করিয়া আজি বাঁচি টাকা বিনে,
দয়া কর মোরে এই দূর্দিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন