বুধবার, ১ জুন, ২০১১

ধারের আঁধার

-- ঋণক্ষান্ত দে

ধার দেয়ার এ ধারায়
কত টাকা যে হারায়,
টাকা হারানোর ব্যাথা
ফুটে উঠে চেহারায়।


সব ব্যাথা তবু সয়,
টাকা মারা, কভূ নয়!
বন্ধু শত্রু হয়,
ভালবাসা ক্ষয় হয়,
আর কিছু যায় যাক,
এ আমার বড় ভয়।


এ ধারের ধারা লয়
হয়ে যাবে নিশ্চয়ই।


ধার দেয়া ভাল নয়,
এ ধারার লোপ হয়
(বা) ধারা বিপরীতে বয়
- এ-ই মোর মনে কয়।


মনে আজ সংশয়।
কর যত অনুনয়,
ধার দেয়া আর নয়,
ভেঙ্গে মোর সঞ্চয়।


ধারের ধারি না ধার,
-মেনে এই সংস্কার,
এসো সবে গড়ে তুলি
শান্তির সংসার।
.
.
.
অবশেষে আবদার,
কিছু টাকা চাই ধার,
ছাপাতে একটা বই
এ জাতীয় কবিতার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন