বুধবার, ১ জুন, ২০১১

("একজন দুর্বল মানুষ"-এর লেখকের) একজন দুর্বল ছাত্র

--- পি. সি. সরকার


সাবজেক্ট CSE
কেন হায় নিয়েছি!
মেধা যা-ও ছিলো কিছু,
সমূলে হারিয়েছি।
সারারাত PC নিয়ে
বসে থেকে, নিয়মিত
দেরি করে ক্লাসে গিয়ে
হই শুধু বিতাড়িত।
পড়ায় ছিল না মন,
বই ছিল দুশমন,
বই থেকে দূরে থাকা
-এই ছিল বিনোদন।


C যে বড় শক্ত,
পানি করে রক্ত
তা-ও পাশ করেছি,
টেনে-টুনে পেয়ে 'C'।
এরপর OOP-তে
কিছুটা দখল নিতে
রাত-দিন পড়লাম
স্বভাবের বিপরীতে।
কাজ হলো না-তো তা-ও,
শ্রমটুকু গেল ফাউ,
Java-তে C-গ্রেড পাই,
যেই কদু সেই লাউ।
কোর্স Algorithm
সোজা নয় একদম,
বুঝতে Procedure
বের হয়ে যায় দম।


Circuit থিওরি ও
Semi Conductor,
কোর্স যেন নয়
আমারে পিষে গেল ট্রাক্টর।
Data Comm. বুঝি কম,
তবু কিছু শিখেছি,
পরীক্ষা দিতে গিয়ে
বেশ কিছু লিখেছি।
Software E.'র কোর্স
ভয়ানক জঘন্য,
অবধারিতভাবে
গ্রেড পাই নগন্য।
Database কোর্সটাতে
মজা ছিল Query,
কিন্তু এছাড়া বাকী
সব ছিল ভয়ের-ই।
Networking যেন
e-জালের ইতিহাস,
যত পড়ি তত হয়
পিছনের স্মৃতিহ্রাস।
Finite Automata
গায়ে যেন দিলো কাঁটা,
TC- তে C পেয়ে ফের
চুকিয়েছি ঝামেলা-টা।
শেষে এল এইবার
Optics Fiber,
পাশ করে মনে হল
পেরুলাম খাইবার।


*Theory-তে ভালো নই,
Lab-e যেন ভালো হই,
দূর করি বাজে কাজ ঝেটিয়ে।
চেয়ারেতে রাত দিন,
বসে করি প্রোগ্রামিং,
করি Code Key-board-টা পিটিয়ে।*


Brain গেছে গোল্লায়,
Lab-এ তাই অসহায়,
Program লিখে যতবার-ই Run চেপেছি,
Hang করেছে PC ।
কোন কোড আজো হায়
Accept হলো না,
-UVA বাজে Site,
ভুলেও তা খুলো না!
Circuit Lab-এ আর
সেমি কন্ডাক্টার,
IC জ্বালিয়ে কত
করেছি যে ছারখার!


এইভাবে সব কোর্স
কোনমতে করে পাশ,
অবশেষে ছাড়লাম
ভার্সিটি ক্যাম্পাস।
এখনও তো মনে হয়
আমি ভালো আছি ভাই,
যদিও এখনো আমি
চাকরিটা পাই নাই।
পেয়ে যাব নিশ্চয়ই,
মনে নাই সংশয়,
আশা আছে CSE'র
Job Field ছোট নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন