বুধবার, ১ জুন, ২০১১

আরিফ-বন্দনা

--- রং আনসার খান


যদিও সে দাবী করে
আবেগে সে অন্ধ*,
ভাব-এ তাঁর নাই কোন
আবেগের গন্ধ।


চুপচাপ থাকে সদা
তবু প্রাণবন্ত,
কী আচার-ব্যবহার!
যেন সাধু-সন্ত।


বোকা-বোকা ভাব তাঁর
যদিও বুদ্ধিমান,
চোখের পলকে করে
Problem সমাধান।


সারাক্ষণ চলে তাঁর
মগজে অনুরণন,
চিন্তা ভাবনা করে
মেপে মেপে কথা কন্‌।


আর কত তেল দিব
দোষ ত্রুটি লুকিয়ে,
আমার এ তেলের খনি
গেল প্রায় শুকিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন